ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

ওবামাকে অপেক্ষায় রাখলেন ক্লিনটন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
ওবামাকে অপেক্ষায় রাখলেন ক্লিনটন!

প্রেসিডেন্ট বারাক ওবামা কারো জন্যই অপেক্ষায় থাকেন না। আর রাষ্ট্রপ্রধান যখন এয়ারফোর্স ওয়ানে উঠে বসবেন তখন আর কারো জন্যই থেমে থাকবে না এই বাহন।

এটাইতো নিয়ম।

কিন্তু সে ব্যক্তিটি যদি হন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাহলে কথা আলাদা!

ক্লিনটন ও ওবামা দুজনই গিয়েছিলেন ইসরায়েল। দেশটির সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে। সেখান থেকে যখন ফিরবেন, ওবামাই বিলকে আমন্ত্রণ জানালেন, চলো বিল তোমাকে বাড়িতে নিয়ে যাই। সে আহ্বানে সাড়া দিলেন বিল ক্লিনটনও।

ক্লিনটনের কোনও তাড়া ছিলো না, সে কারণে ঢিলেঢালা মেজাজেই আরও সব বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় চলছিলো।
তবে বারাক ওবামা দ্রুতই উঠে পড়লেন এয়ারফোর্স ওয়ানে। কিন্তু ক্লিনটনের দেরি দেখে দাঁড়িয়ে থাকলেন দরজাপথেই।

একবার হাঁকও দিলেন, তারাতারি করো...চলো যাই।

এক পর্যায়ে ওবামা তার টাইটা আলগা করে নিলেন। আর তা বাতাসে উড়লো।

অবশেষে ক্লিনটন উঠে এলেন এয়ারফোর্স ওয়ানে। সিঁড়ি বেয়ে উঠে দুহাত বাড়িয়ে দিলেন একটা হাগ দেবেন বলেই।

ওবামা অবশ্য হাত বারিয়ে করমর্দন করলেন। আর দুজনই দুজনার পীঠ চাপড়াতে চাপড়াতে ঢুকে পড়লেন এয়ারফোর্স ওয়ানের ভেতরে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।